মিশন ও ভিশন
মিশন (উদ্দেশ্য):
ট্রপিক্যাল ও সংক্রামক রোগের টেকসই স্বাস্থ্য সেবা প্রদান এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি সমন্বিত স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন যা শিক্ষা, গবেষণা, চিকিৎসা সেবা এবং দক্ষ জনবল তৈরিতে সক্ষম হবে।
ভিশন (দর্শন):
গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে সাধারণ রোগ এবং ট্রপিক্যাল ও সংক্রামক রোগের সর্বোচ্চ সেবা প্রদান
লক্ষ্যসমূহt
১) ট্রপিক্যাল ও সংক্রামক রোগের ব্যয়সম্মত/স্বল্প খরচে প্রতিরোধ, রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ক্লিনিক্যাল ও ল্যবরেটরি গবেষণা।
২) গ্রীষ্মমন্ডলীয়/ক্রান্তীয় ও সংক্রামক রোগের চিকিৎসা প্রদানের জন্য দক্ষ জনশক্তি ও ল্যাবরেটরি সেবা তৈরি।
৩) বিআইটিআইডি এবং এর সাথে সংশ্লিষ্ট সেবা কেন্দ্র সমূহ হতে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরি সুবিধা প্রদান।
৪) অত্র প্রতিষ্ঠানের গবেষণা, সেবা ও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার্থে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা স্থাপন এবং তা টিকিয়ে রাখা।
৫) স্বল্প ব্যয়ে উপযুক্ত প্রযুক্তি ব্যাবহার করে জাতীয় চিকিৎসা সেবা নীতিতে তথ্য প্রমাণ সংযুক্তি।
৬) স্বাস্থ্য খাতে উন্নতি, রোগ প্রতিরোধ এবং চিকিৎসার ক্ষেত্রে প্রমাণ নির্ভর চিকিৎসা (Evidence Based Medicine) চালু করা।